Home » , , , » শ্বাশত প্রেমের কবিতা ও গানের রচয়িতা কাজী নজরুল ইসলাম এর ভগ্নাংশ ভিডিও

শ্বাশত প্রেমের কবিতা ও গানের রচয়িতা কাজী নজরুল ইসলাম এর ভগ্নাংশ ভিডিও

শ্বাশত প্রেমের কবিতা ও গানের রচয়িতা কাজী নজরুল ইসলাম। আমার কাছে যতটা না বিদ্রোহী হিসেবে রয়েছেন নজরুল তারচেয়ে অনেক গুণ বেশি প্রেমের কবি হিসেবে। 

বেশ কিছুদিন যাবত পছন্দের নজরুলগীতি গুলোর গীতিকাব্য লিখে সংগ্রহ করছিলাম। বেশ কিছু জমে গেছে। আরো অনেক অনেক গান যা এখনো লেখার সময় পাচ্ছি না। তাই ভগ্নাংশ প্রকাশ করছি। 

নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল
ফুল নেব না অশ্রু নেব ভেবে হই আকুল।।





ফুল যদি নিই তোমার হাতে
জল রবে গো নয়ন পাতে
অশ্রু নিলে ফুটবে না আর প্রেমের মুকুল।।

শ্বাশত প্রেমের কবিতা ও গানের রচয়িতা কাজী নজরুল ইসলাম এর ভগ্নাংশ ভিডিও 


মালা যখন গাঁথ তখন পাওয়ার সাধ যে জাগে
মোর বিরহে কাঁদ যখন আরও ভালো লাগে।

পেয়ে তোমায় যদি হারাই
দূরে দূরে থাকি গো তাই
ফুল ফোটায়ে যায় গো চলে চঞ্চল বুলবুল

মোর প্রিয়া হবে এস রানী 
দেব খোপায় তাঁরার ফুল
কর্ণে দোলাবো তৃতীয়া তিথি 
চৈতী চাঁদের দুল।। 

কন্ঠে তোমার পরাব বালিকা 
হংস সারির দুলানো মালিকা
বিজলি জরিণ ফিতায় বাধিব 
মেঘরঙ এলো চুল।। 

জোছনার সাথে চন্দন দিয়ে 
মাখাব তোমার গায়ে
রামধনু হতে লাল রং ছানি 
আলতা পরাব পায়।

আমার গানের সাতসুর দিয়া 
তোমার বাসর রচিব ও প্রিয়া
তোমারে ঘিরিয়া গাহিবে 
আমার কবিতার বুলবুল।। 

পদ্মার ঢেউ রে
মোর শূণ্য হৃদয় 
পদ্ম নিয়ে যা যারে 
এই পদ্মে ছিল রে যার রাঙ্গা পা 
আমি হারায়েছি তারে।। 

মোর পরান বঁধু নাই 
পদ্মে তাই মধু নাই নাই রে 
বাতাস কাঁদে বাইরে 
সে সুগন্ধ নাই রে 
মোর রূপের সরসীতে 
আনন্দ মৌমাছি নাহি ঝঙ্কারে।। 

ও পদ্মা রে ঢেউয়ে তোর ঢেউ ওঠায় 
যেমন চাঁদের আলো 
মোর বঁধুয়ার রূপ তেমনি 
ঝিল্‌মিল করে কৃষ্ণ-কালো। 

সে প্রেমের ঘাটে ঘাটে বাঁশী বাজায় 
যদি দেখিস তারে দিস এই পদ্ম তার পায় 
বলিস কেন বুকে আশার দেয়ালী জ্বালিয়ে 
ফেলে গেল চির-অন্ধকারে।।

পেয়ে অবলা ঘটালে জ্বালা 
বাজায় কালা বাঁশের বাঁশী 
মোহন স্বরে হৃদ পিঞ্জরে
করিলো মোরে মন উদাসী।। 

খোল এ মন পাগল পারা 
করলে বাঁশী আপন হারা
সে মধু স্বরে সুধা যে ঝরে 
প্রেম সাগরে সদা যে ভাসি।। 


বাঁশীটি মন করলে চুরি
ভাংলে বুকে প্রেমের চুরি 
অবলা বলে ভুলালে ছলে
পরালে গলে প্রেমের ফাসি।।

চেয়ো না সু নয়না আর চেয়ো না
এ নয়ন পানে 
জানিতে নাহিকো বাকি সই ও আঁখি 
কি যাদু জানে।। 

একে ঐ চাওনি বাঁকা সুরমা আঁকা 
তায় ডাগর আঁখি 
বধিতে তায় কেন সাধ যে মরেছে 
ঐ আঁখির বাণে।। 

কাননে হরিণ কাঁদে সলিল ফাঁদে 
ঝুরছে সফরি
বাকায়ে ভুরুর ধনু ফুল অতনু
কুসুম সরহানে 
জ্বলিছে দিবস রাতি মোমের বাতি 
রূপের দেয়ালি 
নিশি দিন তাই কি জ্বলি পরছো গলি 
অঝর নয়নে। 

মিছে তুই কথার কাটায় সুর বিধে হায় 
হার গাথিস কবি 
বিকিয়ে যায় রে মালা আয় নিরালা 
আঁখির দোকানে 
চেয়ো না সু নয়না আর চেয়ো না
এ নয়ন পানে।। 



বিঃদ্রঃ এইখানের সব গুলার বানান অথবা কিছু শব্দ এদিক ওদিক হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্ষমাসুন্দর দৃষ্টিতে না দেখলেও কিচ্ছু যাইবো আইবো না আমার  


শ্বাশত প্রেমের কবিতা ও গানের রচয়িতা কাজী নজরুল ইসলাম এর ভগ্নাংশ ভিডিও 


আবারো বলে রাখি, আমি ইয়ুটিউব নির্ভর মানুষ। আমি ইয়ুটিউবে গান শুনি তাই লিঙ্ক ইয়ুটিউবেরই দিলাম। তবে কেউ ভুল করে ভাববেন না যেন আমি ইয়ুটিউবে নজরুল কে খুজছি

0 comments:

Post a Comment

Popular Posts

Blog Archive

Powered by Blogger.